শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির। একই জায়গায় দুপুরে অবস্থান ছিল কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের৷ তবে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছেন আন্দোলনকারীরা।
সোমবার (১৫ জুলাই) বিকেল চারটার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় শোডাউন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে সম্মিলিতভাবে তারা রাজাকারবিরোধী স্লোগান দিচ্ছেন।
এদিকে লাগাতার হামলার পর ছত্রভঙ্গ হয়ে গেছেন আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন আবাসিক হলে অবস্থান করছেন। টিএসসিতে অবস্থান নেওয়া নারী শিক্ষার্থীরাও নিজ নিজ হলে অবস্থান করছেন।
দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় ও বিভিন্ন স্থানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷
সোমবার (১৫ জুলাই) বিকেল তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে সংঘর্ষের সূচনা হয়৷ পরে এই সংঘর্ষ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
বিজয় একাত্তর হলের নিচ তলার বেশির ভাগ গ্লাস ভেঙে ফেলা হয়৷ একই সময় আবাসিক হলটির নিচ তলায় রাখা চারটি মোটরসাইকেলে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এখানে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ আহত হননি।
এরপর সংঘর্ষ হয় আরও বেশ কয়েকটি আবাসিক হলে। এ সময় ছাত্রলীগ ও আন্দোলনকারী উভয়কেই লাঠি হাতে দেখা গেছে। অনেকেই আবার নিক্ষেপ করার জন্য ইট বহন করছিলেন।
সংঘর্ষ তীব্র আকার ধারণ করে ফুলার রোডে৷ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হন৷
আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)