বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মহা. আশরাফুজ্জামান। তিনি এখন থেকে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের স্থলে দায়িত্ব পালন করবেন।
বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
ডিএমপির আদেশে বলা হয়, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান এবং ডিবি থেকে মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম এ্যান্ড অপস শাখায় বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্প্রতি বেশ আলোচনায় ছিলেন ডিবির হারুন। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছয় সমন্বয়কারীকে তুলে এনে ডিবি কার্যালয়ে নিরাপত্তার কথা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আলোচনায় আসেন তিনি। এছাড়াও ডিবি হারুনকে বদলি করা হচ্ছে বলে গত কয়েকদিন থেকে গুঞ্জন উঠেছে। আজ ডিএমপির অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হলো।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)