শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবর্তনে ভ্যাটিকানের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস রান্ডেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সমর্থন চান।
এ সময় প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রদূত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃবিশ্বাসের সংলাপ, রোহিঙ্গা বিষয়ে আলোচনা করেছেন।
এ সময় বাংলাদেশের ইসলামিক পণ্ডিতদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপের প্রস্তাব করেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত। বাংলাদেশে বসবাসকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ফোকাস হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। তিনি সংস্কার ও রোহিঙ্গা জনগণের জন্য হলি সি মানে ভ্যাটিকান সিটির কাছে সমর্থন চেয়েছেন।
বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)