রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১


ডিএনসিসির ৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৪

ফাইল ছবি

ফাইল ছবি

প্রশাসনিক কাজের স্বার্থের কথা উল্লেখ করে পাঁচ কর্মকর্তাকে নিজ দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে ৫ কর্মকর্তাকে বদলি করেন।

জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় বেতন শাখার হিসাব রক্ষক মোস্তফা কামালকে বদলি করা হয়েছে বিল ও আয়-ব্যয় শাখায়। একইভাবে অঞ্চল-১ এর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তরিকুল ইসলামকে বদলি করা হয়েছে বাজেট শাখায়, অঞ্চল-৩ এর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলামকে বদলি করে দেওয়া হয়েছে বেতন শাখায়।

পাশাপাশি অঞ্চল-৫ এর সমাজ কল্যাণ কর্মকর্তা গৌতম কুমার বিশ্বসকে বদলি করে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগে এবং সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা আব্দুল হাই তালুকদারকে বদলি করে দেওয়া হয়েছে রাজস্ব শাখার উপ-কর্মকর্তা হিসেবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৯ ভোর
যোহর ১১:৪৬ দুপুর
আছর ০৩:৫৮ বিকেল
মাগরিব ০৫:৪০ সন্ধ্যা
এশা ০৬:৫১ রাত

রবিবার ১৩ অক্টোবর ২০২৪