শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১


ঢাকা-৬ আসন

চার ঘণ্টায় এক কেন্দ্রে ভোট পড়েছে ১৫০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৭ জানুয়ারী ২০২৪, ১৩:০২

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

ঢাকা-৬ সংসদীয় আসনের আওতাধীন নাজিরা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চার ঘণ্টায় ভোট পড়েছে ১৫০টি। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৮৯। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়ে ১৫০টি।

দুপুর ১২টার দিকে দেখা যায়, কেন্দ্রের বাইরে মানুষের উপস্থিতি থাকলেও ভেতরে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ১৫০টির মতো ভোট কাস্ট হওয়ার খবর পাওয়া যায়। কেন্দ্রটিতে সাত প্রার্থীর মধ্যে শুধুমাত্র নৌকা ও ছড়ি প্রতীকের এজেন্ট দেখা গেছে।

জানা গেছে, কেন্দ্রটিতে সর্বমোট ভোটার ৩ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৬৬ জন। এবং নারী ভোটার ১ হাজার ৫২৩।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে কেন্দ্রটির সহকারী প্রিজাইডিং অফিসার মো. মহসিন মিয়া বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম। যারাই আসছেন তাদের মধ্যে অধিকাংশই পুরুষ ভোটার। নারী ভোটাররা তুলনামূলক কম আসছেন। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।

ঢাকা-৬ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাঈদ খোকন। এছাড়া আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবু হামিদুর রেজা খান ভাসানী, সোনালী আঁশে তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন, মাছ প্রতীকে গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার ও বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টির (জেপি) সৈয়দ নাজমুল হুদা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩২ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৬ বিকেল
মাগরিব ০৬:০১ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪