রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকা থেকে ওবায়দুল কাদেরের সম্বন্ধী নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের ৪/এ নম্বরের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। আটকের পরপরই তাকে নগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। যদিও পরদিন (রোববার) সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের দাবি, তার নামে আপাতত কোনো মামলা নেই। তবে ওবায়দুল কাদেরের অবস্থান ও অন্যান্য তথ্য নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, আটক নুরুল হুদা বাবু ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই। নোয়াখালীতে তার ব্যাপক প্রভাব ছিল। ওবায়দুল কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। তাকে আটকের পর ছেড়ে দেওয়ায় নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, মূলত জিজ্ঞাসাবাদের জন্যই ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)