শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১


ডা. তাসনিম জারাকে সম্পাদক করে নাগরিক কমিটির ‘স্বাস্থ্য পলিসি’ সেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ জানুয়ারী ২০২৫, ১১:৩৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা।

রোববার (২৬ জানুয়ারি) নাগরিক কমিটির আহ্বায়ক ডা. নাসীরুদ্দিন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেল গঠিত হলো। সেলের সদস্য হিসেবে পাঁচজন চিকিৎসকসহ ১৪ জন কাজ করবেন।

সেলের সদস্যরা হলেন– ডা. তাজনুভা জাবীন, ডা. আশরাফুল আলম সুমন, এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মনিরুজ্জামান, সৈয়দ হাসান ইমতিয়াজ নাদভী, মনিরা শারমিন, ডা. জাহিদুল ইসলাম, ডা. মিনহাজুল আবেদীন, সালেহ উদ্দিন সিফাত, এহতাশাম হক, অর্পিতা শ্যামা দেব, ফারিবা হায়দার, মুনতাসীর মাহমুদ ও সাগর বড়ুয়া।

এর আগে ডা. মো. আব্দুল আহাদকে সেল সম্পাদক করে পৃথক স্বাস্থ্য সেল গঠন করে জাতীয় নাগরিক কমিটি। সেই সেলের সদস্য করা হয় ডা. মাহমুদা আলম মিতু, ডা. মিনহাজুল আবেদীন, ডা. মনিরুজ্জামান, ডা. আশরাফুল আলম সুমন, অর্পিতা শ্যামা দেব, সৈয়দ হাসান ইমতিয়াজ নাদতী, সাগর বড়ুয়া, ফারিবা হায়দার ও মুনতাসীর মাহমুদকে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

শুক্রবার ৪ এপ্রিল ২০২৫