মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১


জাতীয়তাবাদ-সমাজতন্ত্র মতবাদ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক : বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:০৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জাতীয়তাবাদ, সমাজতন্ত্র— মানুষের তৈরি এ মতবাদ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, আমরা নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নিয়েছি, আন্দোলন করছি। এই আন্দোলনের সুফল পরিপূর্ণ পাওয়া যাবে মানুষ যখন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবে, ইসলামের পক্ষে ভোট দেবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত ইউনিট দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ। আল্লাহর ঘোষণা, ‘যারা সংগ্রাম করে আল্লাহর পথে তারা ঈমানদার আর যারা আল্লাহর পথ ব্যতীত ভিন্ন পথে সংগ্রাম করে, ভিন্ন বিধান কায়েমের চেষ্টা করে তারা ঈমানদার নয়’। আল্লাহ আরও বলেছেন, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কেন অবস্থান নিচ্ছো না?- আল্লাহর সে নিদের্শ পালনেই কাজ করছে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, জামায়াত সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করতে চায়। জামায়াত ধর্মভিত্তিক রাজনীতি চর্চা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে না। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা নিজস্ব মতবাদ প্রতিষ্ঠায় কাজ করে, তারাই জনগণকে শোষণ করে, করেছে এবং করবে। জামায়াত আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কাজ করে সেজন্য এ দেশের জনগণকে শোষণ করেনি, করবেও না।

শাহজাহানপুর পশ্চিম থানা আমির সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শাজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহ, শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক আমির মো. গিয়াস উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরার সদস্য আবুল কাশেম গাজী প্রমুখ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২০ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১০ বিকেল
মাগরিব ০৫:৪৯ সন্ধ্যা
এশা ০৭:০৪ রাত

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫