বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
ছবি সংগৃহীত
নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে দলের নাম ও প্রতীকসহ দেশের সাধারণ নাগরিকদের থেকে মতামত গ্রহণের কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে অনলাইন এবং অফলাইনে অন্তত প্রায় এক লাখ মানুষের মতামত সংগ্রহ করতে চায় তারা। এমনকি নাগরিকদের সেই মতামতের আলোকে এ মাসের মধ্যেই দল গঠনের চূড়ান্ত ঘোষণাও দিতে চায় সংগঠন দুটি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে শুরুতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা অতি শিগগিরই নতুন দলের ঘোষণা নিয়ে আসতে চাই। এই নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে চাই। দেশের ভবিষ্যতের মূল অগ্রাধিকারগুলো নির্ধারণ করতে আমরা দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি।
তিনি আরও বলেন, এ মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে অন্তত এক লাখেরও বেশি মানুষের মতামত সংগ্রহ করা। নতুন দলের জন্য নাম, প্রতীক এবং নানা বিষয়ে প্রস্তাবের জন্য জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনি কেমন দল চান, আমরা তা জানতে চাই। এবং সে আদলেই দলটি গড়তে চাই। আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে একটি রাজনৈতিক দল গঠনের জন্য সাধারণ জনগণের মতামত নেওয়া হচ্ছে।
হাসনাত বলেন, নতুন দল গঠন হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণের প্রতিনিধিত্ব করে আমাদের রাজনৈতিক দল গড়ে তুলার জন্য দুটি সংগঠন কাজ করবে। আমরা অনলাইনে এবং অফলাইনে আমরা কার্যক্রম পরিচালনা করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক বলেন, পরিবর্তন কখনো শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলোতে ঘটে না। এ কারণেই আমরা মাঠে আছি, কৃষকদের সঙ্গে আছি। আমরা রিকশাচালকদের কথা শুনব, পোশাক শ্রমিকদের কথাও শুনব। এ দল ওপর থেকে নয়, জনগণের মধ্য থেকে উঠে আসবে।
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটি আমাদের দেশে একটি নতুন রাজনৈতিক দল কর্তৃক জনমত গ্রহণের উদ্দেশ্যে গৃহীত সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা। আমরা শুধু একটি দল শুরু করছি না, আমরা এমন একটি আন্দোলন শুরু করছি যেখানে একজন পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত প্রত্যেক নাগরিকের তাদের জীবনকে প্রভাবিত করে এমন নীতিগুলো গঠনে মতামত রয়েছে।
তিনি আরও বলেন, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ স্লোগানের আওতায় মতামত গ্রহণের এ কর্মসূচি বাস্তবায়নে সারা দেশে সব কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার এবং সর্বস্তরের এক লক্ষেরও বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়েই আমরা নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ ও কর্মসূচি গ্রহণ করতে চাই।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী আওয়ামী লীগের পতন ঘটিয়েছি। দেশ থেকে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটাতে পারলেও রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আমরা মনে করছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদানে পূর্বের বিদ্যমান রাজনৈতিক দলগুলো বারবার ব্যর্থ হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)