বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


ভোটের প্রস্তুতি জানতে ইসিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৩১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ রয়েছেন।

বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও রয়েছেন।

এছাড়া বিএনপির প্রতিনিধি দলে আছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

এর আগে, গত নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নতুন দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সাথে প্রথম বৈঠক।

এর আগে, বিকেল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তার চেম্বারে সাক্ষাৎ করেন, বিএনপির প্রতিনিধি দল। পরে সাড়ে ৩টায় সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়।

বৈঠকে যোগ দেওয়ার আগে সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ-কর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫