বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১


স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:১৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জানি স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ভালো মানুষ, সৎ মানুষ নিঃসন্দেহে। কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে। তার আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে তার দায়িত্ব পালন করছেন। অনেকে বঞ্চিত ছিলেন তাদের বঞ্চনা শেষ হয়েছে। অনেকেই প্রমোশন পেয়েছেন। তাহলে এখন মাঠ লেভেল শূন্য থাকবে কেন। মাঠের যে ক্রাইম হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, অনেকে বলছে পুলিশ ঠিকমতো কাজ করছে না। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব পুলিশ কেন কাজ করছে না, দ্রুত সেটার পদক্ষেপ নেওয়া। আজকে পাড়ায় মহল্লায় অরক্ষিত। মনে হচ্ছে বিভিন্ন গডফাদার। আমরা শামীম ওসমানের গডফাদারের কথা শুনতাম। এ্যানীদের এলাকায় তাহেরের গডফাদারের কথা শুনতাম। এখনতো পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে। যারা দেশে শান্তিতে সুখে ভদ্রলোক, সুখী মানুষ যারা বসবাস করবে, যারা সুশীল মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়ছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছর গণতন্ত্রের জন্য নিরবচ্ছিন্নভাবে আমাদের সংগ্রাম। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্রমাগতভাবে সংগ্রাম করে এসেছি। এর মধ্যে কত পঙ্গুত্ববরণ করেছে, কত দৃষ্টি শক্তি হারিয়েছে তার শেষ নেই। কিন্তু আমরা চেয়েছি সেই সমাজ, যেই সমাজ প্রত্যেককে ধারণ করে, লালন করে।

রিজভী বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সামাজিক শান্তি সুশৃঙ্খলা ফিরে আসবে এটাই ছিল জনগণের প্রত্যাশা।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫