শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


বিএনপির হরতাল একদিন পেছাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:২০

ফাইল ছবি

ফাইল ছবি

সরকার পতনের চলমান আন্দোলনের অংশ হিসেবে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল একদিন পিছিয়েছে বিএনপি। সূত্রে জানা গেছে, কাতারের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে শোক পালনের ঘোষণা দেওয়ায় বিএনপির পূর্ব নির্ধারিত সোমবারের হরতাল পালিত হবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর)।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জরুরি বার্তায় বলা হয়- ‘ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার এর পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার পালিত হবে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’

গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার হরতালের ডাক দেন। রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

এর আগে, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদও (বীর বিক্রম) ওইদিন হরতালের ঘোষণা দেন।একই কর্মসূচির ডাক দেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।

এর আগে একই দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ১১ দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে।

এদিকে শনিবার ৮৬ বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কুয়েত আমিরের মৃত্যুতে শোক পালনের ঘোষণা আসায় বিএনপি তাদের কর্মসূচি একদিন পেছাল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪