রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১


ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে : জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৫ এপ্রিল ২০২৫, ১৭:১১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ভারতের সঙ্গে যেভাবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত ছিল সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি। ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে।

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ সম্পর্কে শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। সবচেয়ে ঘনিষ্ট দেশগুলোর একটি ভারত। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব; কারও সঙ্গে বৈরীতা নয়। আমাদের সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। সুতরাং এই দৃষ্টিকোন থেকে ভারতের সঙ্গে যেভাবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত ছিল সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি- ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে, আর এতদিন যারা ক্ষমতার ছিল (বিশেষ করে শেখ হাসিনা) তারা শুধু দেওয়ার চেষ্টা করেছে। এর ফলেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক টানাপোড়েন আছে। এসবের মধ্যে রয়েছে গঙ্গার অবস্থান, তিস্তার পানিবণ্টন, সীমান্তে হত্যাযজ্ঞ এবং সর্বশেষ শেখ হাসিনা ভারত বসে যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন সেটা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

মতিউর রহমান আকন্দ আরও বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদির সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা বাংলাদেশের মানুষের যে মনোভাব সেটারই প্রকাশ হয়েছে। আমরা মনে করি এই আলোচনা বাংলাদেশের জনগণের মনে আশা এবং স্বস্তির পরিবেশ তৈরি করেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ৪:২৯ বিকেল
মাগরিব ৬:১৯ সন্ধ্যা
এশা ৭:৩৪ রাত

রবিবার ৬ এপ্রিল ২০২৫