মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২


রাষ্ট্রের বিষয়ে আলোচনা তাড়াহুড়ো করে শেষ করতে চায় না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২২ এপ্রিল ২০২৫, ১২:৫৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার কমিশনগুলোর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলোর উপর বিএনপি তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা আলোচনাটি দ্রুততার সঙ্গে যাচ্ছি না এজন্য যে, এটা রাষ্ট্রের-প্রজাতন্ত্রের বিষয়। সংবিধানের বিষয়-তাড়াহুড়োর কিছু নেই।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের যোগ দেওয়ার আগে সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, যেসব সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত কমিশনে গৃহীত হলে, বড় পরিসরে সচেতনতা সৃষ্টি করতে পারলে, জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে, সেসব বিষয়ে একটু সময় বেশি নিলেও বিস্তারিত রিপোর্টের উপর আলোচনা করছি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের প্রদত্ত স্প্রেডশিট নিয়ে আমরা আলোচনা করিনি। এটা নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যেটা নিয়ে ওনারা আলোচনা করতে আগ্রহী হয়নি, আমরাও আগ্রহী হইনি। আমরা বিস্তারিত রিপোর্টের উপর দফায় দফায় আলোচনা করছি।

বিএনপি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের একটা সচিবালয় গঠন করার জন্য সুপারিশ করা হয়েছিলো, এটাসহ বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা অঙ্গীকারবদ্ধ। তবে, আমি বিচারবিভাগের সব উদ্যোগ আইনানুগ ও সাংবিধানিক হয়, সেই আহ্বান জানাবো।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন প্রভৃতির সংস্কার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এসিসি), নির্বাচন ব্যবস্থা, নির্বাহী বিভাগ, সংবিধান সংস্কার প্রভৃতি বিষয়ে গত দুই দিন কমিশনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। রোববারের আলোচনা যেখানে শেষ হয়েছে সেখানে থেকে তারা আবার আলোচনা শুরু করবেন।

তিনি আশা করছেন, ‘আজকে আলোচনা সম্পন্ন হবে।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১১:৫৮ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৭ সন্ধ্যা
এশা ০৭:৪২ রাত

মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫