রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২


অন্তর্বর্তী সরকারকে সুশীল ভূমিকায় দেখতে চাই না: সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ জুলাই ২০২৫, ১৭:৩০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশিল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের মতো দেখতে চাই।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোনও দেশপন্থী শক্তির আর জায়গা হবে না। এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না।

সারজিস বলেন, হাজারের অধিক ছাত্র-জনতা জীবন দিয়েছে। হাজার হাজার সহযোদ্ধা আজোকে আমাদের সামনে রয়েছেন। আমাদের একতা আকাঙ্ক্ষা ছিল গত বছরের আগস্টের ৫ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক আগস্ট আসতে চলেছে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশিল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের পক্ষে দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনই হাসিনার বিচার হতেই হবে।

এনসিপির এই নেতা বলেন, বিচার বিভাগকে কোনও দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামোদ করা বাহিনী হিসেবে আমরা দেখতে চাই না। ৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনওদিন এই বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ভাইবোনদের অধিকারও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টবিরোধী ২৪ এর শক্তি সবাইকে একসাথে থাকতে হবে। তবে সেটা যেন দালালি না হয়। কেউ যদি চাঁদাবাজি বা সিন্ডিকেট করে আমরা সেটা মুখের ওপর বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবো।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫২ সন্ধ্যা
এশা ০৮:১২ রাত

রবিবার ২০ জুলাই ২০২৫