রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


ছাত্রদল-এনসিপির সমাবেশে হানা দিতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩ আগষ্ট ২০২৫, ১৪:০০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ দুপুরে। ছাত্রদল-এনসিপির এই সমাবেশে বৃষ্টি হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৬ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার (৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পীগোষ্ঠী।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫