সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


জুলাই-আগস্ট ছিল গণ-অভ্যুত্থান, কৃতিত্ব গোটা বাংলাদেশের : আলাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩ আগষ্ট ২০২৫, ২১:৪০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণমানুষের অভ্যুত্থান। এটা একক কারও কৃতিত্ব নয়, গোটা বাংলাদেশের কৃতিত্ব। বিবেক থেকে, বিবেকের উৎসারিত তাগিদ থেকে যে যতটুকু পেরেছেন, সে ততটুকু কাজ করেছেন।

রোববার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। কারণ,আওয়ামী বাহিনী যখন পুলিশ এবং র‍্যাবকে সাথে নিয়ে, বিজিবিকে সাথে নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল, তখন নারী শিক্ষার্থীরা তার অগ্রভাগে ছিলেন, সে হামলা প্রতিহত করার জন্য। তারাও আহত হয়েছেন। তাদের কথা আজকে বলা হচ্ছে না। নারীদের অবদানকে আজকে সেখানে একপাশে রেখে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার অফিস থেকে পর্যন্ত বলা হচ্ছে ছাত্র আন্দোলন। তাহলে ছাত্রীরা কোথায় গেল? এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ১৯৭২ সালের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কে ঢুকিয়েছে? কোন মুক্তিযোদ্ধা বলেছে, ধর্মনিরপেক্ষতার যুদ্ধে গেলাম? কোন মুক্তিযোদ্ধা কবে বলেছে যে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি সমাজতন্ত্র আদায়ের জন্য? কেউ বলেনি। তারপর একতরফা সেটা হয়ে গেছে। এ রকম একতরফা যাতে না হয়, সেজন্য বিএনপি তো সবার আগে পদক্ষেপ নিয়ে বসে আছে। আমরা আমাদের ৩১ দফা যে সংস্কার প্রস্তাব, সেখানেও আমরা সব শেষ যে বাক্যটি লিখেছি, যারা আপনারা পড়েছেন বা জেনেছেন। আপনারা দেখবেন যে এর চেয়েও উত্তম যদি কোনো প্রস্তাবনা জনগণের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে আসে, আমরা সেটাকে গ্রহণ করব।

আয়োজক সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন দরবেশের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী শপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্টাফিল হোসেন আকন্দ প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫