শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
বিএনপির কালো পতাকা মিছিলের দিন আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। নির্ধারিত সময়ের আগেই পৌঁছেছেন নেতাকর্মীরা।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছে বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষেও স্লোগান দিতে দেয়া যায় নারী সংগঠনের নেত্রীদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ মঞ্চের একেবারেই সামনে অবস্থান নিয়েছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
যুব মহিলা লীগের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সমাবেশস্থলে এসেছেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। তাদের কণ্ঠেও শোনা গেছে বিএনপিবিরোধী ও আওয়ামী লীগের পক্ষের স্লোগান।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)