মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


জাপার তিন নেতাকে ঢাকা মহানগর উত্তর কমিটির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩ ফেব্রুয়ারী ২০২৪, ০২:০৭

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় পার্টির তিন নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দলটির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের কমিটি। শনিবার (৩ ফেব্রুয়ারি) বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়। সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে।

মূলত জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলীয় উপনেতা এবং দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হওয়ায় তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বা‌য়ক তৈয়বুর রহমান। সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. সুলতান আহমেদ সেলিম।

পরে অনুষ্ঠানে নবগঠিত জাতীয় পার্টি মহানগর উত্তরের আহ্বা‌য়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫