বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে রাখা শোক বইতে সই করতে এসে এ মন্তব্য করেন। এসময় দলটির এই অংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আজ আমরা যে সম্মান দিতে পেরেছি, সেই সম্মান বজায় রেখে আমাদের জাতীয় জীবনে তারই আদর্শে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে হবে। এটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
এর আগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে দলটির এই অংশের নেতারা বেগম জিয়ার মৃত্যু উপলক্ষ্যে রাখা শোক বইয়ে স্বাক্ষর করতে প্রবেশ করেন।
এদিকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আজও একে একে খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে আসছেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)