শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
রাজধানী ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিলের জন্য ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। সোমবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা ও ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ করবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে কর্নেল অলি বলেন, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সফল করুন। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করুন।
উল্লেখ্য, গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বিএনপিও একই দাবিতে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির সাথে মিল রেখে একইদিনে অভিন্ন কর্মসূচি দিয়েছে এলডিপি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)