শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১


সরকারের অব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৪, ১৪:২৬

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার জন্য সরকারকে দুষছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এক শোক বিবৃতিতে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের তেঁতুলতলা এলাকায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এই বিবৃতি দেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আজ ফরিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি খুবই হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। দেশব্যাপী প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। বর্তমানে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সারা দেশে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:০৪ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ৪:৩১ বিকেল
মাগরিব ৬:২৭ সন্ধ্যা
এশা ৭:৪৮ রাত

শুক্রবার ৩ মে ২০২৪