শনিবার, ৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১


রোববার আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৮ জুন ২০২৪, ১৪:৩৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানাবেন।

রোববার (৯ জুন) বিকেল ৩টায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল দুপুর ৩টায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা বাজেট নিয়ে কথা বলবেন কিনা জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, প্রস্তাবিত বাজেটের ওপর কথা বলতে পারেন সিনিয়র নেতারা।

বিএনপির চেয়ারপারসনের অফিসের একটি সূত্রে জানা, সংবাদ সম্মেলন প্রস্তাবিত বাজেটের বরাদ্দের খাত অনুযায়ী বিশ্লেষণ করে বক্তব্য তুলে ধরবে বিএনপি। এই লক্ষ্যে ইতোমধ্যে দলের অর্থনৈতিক উপদেষ্টা পেপার ওয়ার্কের কাজ শেষ করেছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫২ ভোর
যোহর ১১:৪৩ দুপুর
আছর ০৩:৪০ বিকেল
মাগরিব ০৫:১৯ সন্ধ্যা
এশা ০৬:৩৩ রাত

শনিবার ৯ নভেম্বর ২০২৪