শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১


বিএনপির আরও চার নেতা বহিষ্কার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত:৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭

ফাইল ছবি

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী কাজে জড়িত থাকায় শেরপুরে বিএনপির ৪ নেতাকে বহিস্কার করা হয়েছে। এর আগে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে এডভোকেট আব্দুল্লাহ ও শ্যামলকে বহিস্কার করা হয়।

শনিবার (৩০ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিস্কৃতরা হলেন, শেরপুর জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান নুন, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সেলু।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে ভোট বর্জন করে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শনিবার ২৩ নভেম্বর ২০২৪