মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১


‘এটা আন্দোলন নয়, যুদ্ধ’ বার্তা ঝুলিয়ে ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৮ জুলাই ২০২৪, ২২:০৭

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট (http://www.bsl.org.bd/) হ্যাক হয়েছে। ‘এটা আন্দোলন নয়, যুদ্ধ’ বার্তা ঝুলিয়ে সংগঠনটির ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল থেকে ছাত্র সংগঠনটির ওয়েবসাইটে ছাত্রলীগের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তার বদলে একটি পোস্টার দেখা যাচ্ছে।

ছাত্রলীগের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, সেখানে ‘অপারেশন হান্টডাউন’ শিরোনামে একটি পোস্টার। পোস্টারে লেখা ‘স্টপ কিলিং স্টুডেন্ট’। এর নিচে কয়েকজনের ছবির সঙ্গে কুকুরের ছবিও যোগ করে দেওয়া হয়েছে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে। শাটডাউন বিক্ষোভ সংঘর্ষে অচল অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকাতে। আন্দোলনের জেরে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ‘ইঙ্গিতপূর্ণ’ বক্তব্যকে ঘিরে গত রোববার মধ্যরাত থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ। এরপর সোম, মঙ্গল ও বুধবার টানা তিনদিন সারা দেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে। আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগও মাঠে নামে। এতে সোমবার ও মঙ্গলবার সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। মঙ্গলবার একদিনেই ৩ শিক্ষার্থীসহ ৬ জন মারা যান। এদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ নিরস্ত্র অবস্থায় সামনাসামনি গুলি করে হত্যা করে। এসব হত্যার ঘটনায় গতকাল বুধবারও আন্দোলন-সংগ্রামে উত্তাল ছিল রাজপথ। গতকাল সন্ধ্যায় এ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই ভাষণেও সমস্যার কোনো ‘সমাধান’ দেওয়া হয়নি দাবি করে এবং প্রতিটি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীরা আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:০৪ ভোর
যোহর ১১:৪৮ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪