বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


সকলকে ভোটদানে বিরত থাকার আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৬ জানুয়ারী ২০২৪, ১৩:২৪

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

সকলকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্পটে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে পাতানো, সাজানো ও ভাঁওতাবাজীর নির্বাচন বলেও আখ্যায়িত করেছেন দলটির নেতাকর্মীরা। একইসঙ্গে নির্বাচন বাতিল, সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানিয়েছে তারা।

কর্মসূচি পালনকালে জামায়াত নেতারা বলেন, নির্বাচনের নামে সার্কাস ও চরদখলের ষড়যন্ত্র মোকাবেলায় বীরজনতা স্বতঃস্ফূর্ত রাজপথে নেমে এসেছে। তারা ঘোষিত হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে সরকারের পাতানো ও প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা সরকারের নীলনকশার নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান।

হরতালের সমর্থনে আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মগবাজার, সাতরাস্তা, তুরাগ, আজমপুরে মিছিল ও পিকেটিং করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪