রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১


নেপালের হাইড্রোইলেকট্রিক পাওয়ারে লাভবান হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৮ অক্টোবর ২০২৪, ১৩:৪৫

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে নেপালের হাইড্রোইলেকট্রিক পাওয়ারের বিশাল সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্বে দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের বহুদিনের সম্পর্ক। নানা ধরনের সহযোগিতা ছিল। কিন্তু যে সম্ভাবনা ছিল তা পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হয়নি।

সার্ককে সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়নি উল্লেখ করে খসরু বলেন, সার্ককে শক্তিশালী করে সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর বিষয়ে একমত হয়েছি। অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, নেপালের হাইড্রোইলেকট্রিক পাওয়ারের বিশাল সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ লাভবান হতে পারে। গত ১৫ বছরের বিদ্যুৎ সেক্টরের কলঙ্কিত অধ্যায়কে দূর করে আঞ্চলিক পুল ব্যবহার করে বা সরাসরি এনে কাজে লাগাতে পারি।

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষাব্যবস্থা উন্নয়নে একত্রে কাজ করার জন্য ঐকমত্য হয়েছে বলে জানান খসরু।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমুন্নত রাখার লক্ষ্যে একত্রে কাজ করতে নেপালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে তারাও আগ্রহী। আইনের শাসন, জীবনের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা বজায় রেখে সম্পর্ক এগোবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

রবিবার ২৪ নভেম্বর ২০২৪