বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
শিশুদের ওপর শয়তান এবং বিভিন্ন অশরীরী জিনিস ভর করে। তাই শিশুদের নিরাপদ রাখতে বড়দের এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এ বিষয়ে করণীয় ও পালনীয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে।
শিশুদের যেকোনো ধরনের শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখতে সন্ধ্যায় তাদের প্রতি খেয়াল রাখতে হবে এবং এ সময় ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন রাতের আঁধার নেমে আসবে, তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে। কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে, তখন তাদের ছাড়তে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং এ সময় ‘বিসমিল্লাহ’ বলবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।’ (সহিহ বুখারি, হাদিস :৩৩০৪)
আরেক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেন, ‘তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলেমেয়েদের সূর্য ডোবার সময় বের হতে দেবে না—যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায়। কারণ এ সময় শয়তান বিচরণ করতে থাকে। (মুসলিম, হাদিস, ২০১৩)
এই আমলের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি হাদিসে বর্ণিত একটি দোয়া পড়া যেতে পারে। এতে আল্লাহর রহমতে শিশুরা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। দোয়াটির বিষয়ে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেছেন—
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য এই বলে (আল্লাহর) আশ্রয় প্রার্থনা করতেন-
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
উচ্চারণ : উ-ই-যুকুমা বি-কালিমা-তিল্লা-হিত-তাম্মাতি মিন কুল্লি শাই-তানিওঁয়া হা-ম্মাহ, ওয়া-মিন কুল্লি আইনিল্লা-ম্মাহ।
অর্থ : আমি তোমাদের দু’জনকে আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু (বদনযর) থেকে। (বুখারি, হাদিস : ১১৯, ৩৩৭১)
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)