বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২


হজরত ইবরাহিম (আ.) এর মেহমান হয়েছিলেন যে ফেরেশতারা

ধর্ম ডেস্ক

প্রকাশিত:১৫ জুলাই ২০২৫, ১৭:২১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

হজরত ইবরাহিম (আ.)-এর জীবনে বহু চমকপ্রদ ঘটনা আছে। এমন একটি চমকপ্রদ ঘটনা হলো বৃদ্ধ বয়সে তার সন্তান জন্ম নিয়েছিলো এবং তার কাছে সন্তানের সুসংবাদ নিয়ে এসেছিলেন ফেরেশতারা। তিনি মেহমানদারীর জন্য তাদের সামনে ভূনা গোশত রেখে দিয়েছিলেন।

মূল ঘটনাটি এমন— ইবরাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা নিঃসন্তান ছিলেন। তিনি সন্তানের জন্য উদগ্রীব ছিলেন কিন্তু উভয়ে বার্ধক্যের চরম সীমায় উপনীত হওয়ার কারণে সন্তান লাভের কোন সম্ভাবনা ছিল না।

এমতাবস্থায় আল্লাহ তায়ালা ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দান করলেন যে, তারা অচিরেই একটি পুত্র সন্তান লাভ করবেন। তার নামকরণ করা হবে ইসহাক। আরও অবহিত করা হল যে, ইসহাক আলাইহিস সালাম দীর্ঘজীবি হবেন, সন্তান লাভ করবেন তার সন্তানের নাম হবে ইয়াকুব আলাইহিস সালাম। উভয়ে নবুওয়াতের মর্যাদায় অভিষিক্ত হবেন।

ফেরেশতাগণ মানবাকৃতিতে আগমন করায় ইবরাহিম আলাইহিস সালাম তাদেরকে সাধারণ আগন্তুক মনে করে মেহমানদারীর আয়োজন করেন। ভূনা গোশত সামনে রাখলেন। কিন্তু তারা ছিলেন ফেরেশতা, পানাহারের উর্ধ্বে। কাজেই সম্মুখে আহার্য দেখেও তারা সেদিকে হাত বাড়ালেন না। এটা লক্ষ্য করে ইবরাহীম আলাইহিস সালাম আতঙ্কিত হলেন যে, হয়ত এদের মনে কোন দুরভিসন্ধি রয়েছে।

ফেরেশতাগণ ইবরাহিম আলাইহিস সালামের অমূলক আশঙ্কা আন্দাজ করে তা দূর করার জন্য স্পষ্টভাবে জানালেন যে ‘আপনি শঙ্কিত হবেন না’ আমরা আল্লাহর ফেরেশতা। আপনাকে একটি সুসংবাদ দান করে ও অন্য একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য আমরা প্রেরিত হয়েছি। তা হচ্ছে লুত আলাইহিস সালামের কাওমের ওপর আজাব নাযিল করা।

ইবরাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা পদার আড়ালে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিলেন। বৃদ্ধকালে সন্তান লাভের সুখবর শুনে হেসে ফেললেন এবং বললেন এই বৃদ্ধ বয়সে আমার গর্ভে সন্তান জন্ম হবে। আর আমার এ স্বামীও তো অতি বৃদ্ধ।

ফেরেশতাগণ উত্তর দিলেন, তুমি আল্লাহর ইচ্ছার প্রতি বিস্ময় প্রকাশ করছ? তার অসাধ্য কিছুই নেই। তোমাদের পরিবারের উপর আল্লাহ তায়ালার প্রভূত রহমত এবং অফুরন্ত বরকত রয়েছে।

বর্ণিত হয়েছে, আমার ফেরেশতারা (পুত্রসন্তানের) সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এলো। তারা বলল, ‘সালাম।’ সেও বলল, ‘সালাম।’ সে অবিলম্বে কাবাবকৃত গোবৎস (ভুনা গরুর গোশত) নিয়ে এলো। (সুরা : হুদ, আয়াত : ৬৯)

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৫ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৪ রাত

বুধবার ১৬ জুলাই ২০২৫