মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২


আমিরাতে সরকারি স্কুলে জামাতে জোহর আদায়ের নিয়ম চালু

ধর্ম ডেস্ক

প্রকাশিত:২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২

ফাইল ছবি

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিনের ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ নির্দেশনার আওতায় দেশের ৫১২টি সরকারি স্কুলে প্রতিদিন জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরাই আজান দেবে, নামাজের প্রস্তুতি নেবে এবং আলাদা হলে জামাতে নামাজে দাঁড়াবে। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, স্কুল শুধু জ্ঞান শিক্ষার স্থান নয়, এখান থেকে নৈতিকতারও শিক্ষা নিতে হবে।

প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে (স্থানভেদে সময় কিছুটা এদিক–ওদিক হতে পারে) জোহরের নামাজের বিরতি থাকবে। এই সময়ের মধ্যে সব ধরনের পাঠদান বন্ধ রাখতে হবে এবং শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য তা প্রযোজ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিদিনের নামাজে অংশগ্রহণের তথ্য সংরক্ষণ করতে হবে। তবে বেসরকারি স্কুলগুলোর জন্য এ নিয়ম বাধ্যতামূলক নয়; যদিও অনেক প্রতিষ্ঠান আগেই স্বেচ্ছায় একই ধরনের ব্যবস্থা চালু করেছে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫