শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২


গ্যাস্ট্রিকের সমস্যায় বারবার অজু ভেঙে গেলে যা করবেন

ধর্ম ডেস্ক

প্রকাশিত:৩০ নভেম্বর ২০২৫, ১২:১৫

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খাদ্যাভ্যাস, বয়সজনিত রোগ বা বিভিন্ন কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। বারবার বাতকর্ম হয়। এতে অজু ভেঙে যায় এবং অজু ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অনেকের কর্মস্থলে অজুর যথাযথ ব্যবস্থা থাকে না, কোনো কোনো অফিসে পা ধোয়ার ব্যবস্থা থাকে না, তাই বারবার অজু করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে কি বিকল্প কোনো উপায় আছে নাকি বারবার অজু করতে হবে?

এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের পরামর্শ হলো প্রথমে চিকিৎসকের মাধ্যমে সমস্যার কারণ নিয়ে নিশ্চিত হওয়া জরুরি।

গ্যাস্ট্রিকের সমস্যায় চিকিৎসা নেবেন নাকি পুনরায় অজুন করবেন?

আলেমদের মতে, গ্যাস্ট্রিকের সমস্যা যদি খাদ্যাভ্যাস বা অনিয়ন্ত্রিত ডায়েটের কারণে হয়, তাহলে খাবারের ধরন বদলাতে হবে এবং প্রয়োজন হলে চিকিৎসা নিতে হবে। এ ক্ষেত্রে বাতকর্ম হলে অজু ভেঙে যাবে, তাই নতুন করে অজু করতে হবে।

কিন্তু যদি এটি স্থায়ী কোনো শারীরিক বা চিকিৎসাগত সমস্যার কারণে হয়ে থাকে, তাহলে ব্যক্তি ‘মাজুর’ বা শরিয়তের দৃষ্টিকোণ থেকে রোগে আক্রান্ত ও অব্যাহতি পাওয়া মানুষের অন্তর্ভুক্ত। এ অবস্থায় প্রত্যেক ফরজ নামাজের আগে একবার অজু করলেই যথেষ্টএরপর নামাজের মাঝে কিছু হলে তা নিয়ে আর দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।

অফিসে অজুর সময় পা ধোয়ার ঝামেলা?

কর্মস্থলে পা ধোয়া অনেকের জন্যই অসুবিধাজনক। এ বিষয়ে কানাডার টরন্টো ইসলামিক ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ইসলামি স্কলার শায়খ আহমাদ কুত্বী বলেন, বাসা থেকে বের হওয়ার সময় অজু করে মোজা পরে নিলে অফিসে পুনরায় পা ধোয়ার প্রয়োজন নেই। নিয়ম অনুযায়ী মোজার ওপর মাসাহ করা যাবে। অর্থাৎ হাত ভেজা অবস্থায় পায়ের ওপরের অংশে হালকা মাসাহ করলেই অজু পূর্ণ হবে।

তবে এই সুবিধা সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য। বাড়িতে ফিরে মোজা খুলে নতুন করে পা ধুয়ে অজু করতে হবে

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫