বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
ছবি : সংগৃহীত
পবিত্র কোরআনের কোন সুরাটি প্রথম পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছিল এ নিয়ে ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরদের মধ্যে মতভেদ রয়েছে। একদল আলেমের মতে, প্রথম পূর্ণ সুরা হিসেবে নাজিল হয়েছিল সুরা মুদ্দাসসির। বিখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির হাফেজ জালালুদ্দিন সুয়ুতি তার প্রসিদ্ধ গ্রন্থ আল-ইতকান-এ এই মতকে প্রাধান্য দিয়েছেন।
তিনি বলেন, সুরা আলাক এবং সুরা মুদ্দাসসির এই দুই সুরা সম্পর্কিত বর্ণনার মধ্যে সমন্বয় সম্ভব। তার ব্যাখ্যা অনুযায়ী, সুরা আলাকের শুরুর কয়েকটি আয়াত প্রথমে নাজিল হয়েছিল। আর তাহলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক। আর সুরা মুদ্দাসসির সম্পূর্ণরূপে নাজিল হয়েছিল এর আগেই। সে হিসেবে সুরা মুদ্দাসসিরই প্রথম পূর্ণাঙ্গ সূরা।
অন্যদিকে, কিছু আলেমের মতে প্রথমবার একসঙ্গে নাজিল হওয়া সুরা হলো সূরা ফাতিহা। এ মতের পক্ষে ইমাম তাবারানি একটি বর্ণনা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো অদৃশ্য আওয়াজ শুনলে আতঙ্কিত হয়ে পড়তেন। এক পর্যায়ে ফেরেশতা এসে তাকে বলেন, বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তবে এই বর্ণনাকে গ্রহণযোগ্য মনে করেননি অনেক গবেষক। বিখ্যাত ফকিহ কাজি আবু বকর আল-বাকিল্লানি তার গ্রন্থ আল-ইন্তিসার-এ উল্লেখ করেন, এই বর্ণনার সনদ (সূত্র) বিচ্ছিন্ন।
তিনি আরও বলেন, সবচেয়ে প্রামাণ্য ও শক্তিশালী মত হলো, প্রথম নাজিল হওয়া আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক এবং এর পরপরই গুরুত্বের দিক থেকে রয়েছে ইয়া আইয়্যুহাল মুদ্দাসসির।
আলেমদের কেউ কেউ বিষয়টি সমন্বয়ের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, প্রথম নাজিল হওয়া আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, প্রথম দাওয়াত ও প্রচারের নির্দেশ আসে সুরা মুদ্দাসসিরে এবং প্রথম নাজিল হওয়া সুরা হিসেবে বিবেচিত হতে পারে সুরা ফাতিহা।
সবশেষে বলা যায়, আলাক, মুদ্দাসসির ও ফাতিহা এই তিনটি সুরা নিয়েই মূলত মতভেদ বিদ্যমান। তবে অধিকাংশ আলেম একমত যে সুরা আলাক পূর্ণাঙ্গভাবে একসঙ্গে নাজিল হয়নি। ফলে বিতর্ক সীমাবদ্ধ থাকে সুরা মুদ্দাসসির ও সুরা ফাতিহার মধ্যে। আর শক্তিশালী দলিল ও বিশ্লেষণের ভিত্তিতে হাফেজ সুয়ুতি ও বহু আলেমের মতে, প্রথম পূর্ণাঙ্গভাবে নাজিল হওয়া সুরা হলো সুরা মুদ্দাসসির।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)