মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২


অন্যায়কারীদের খুঁজে বের করে এবং দীর্ঘসময় ধরে বিরক্ত করে

কাক রাগ পুষে রাখে ১৭ বছর !

রকমারি ডেস্ক

প্রকাশিত:২ জানুয়ারী ২০২৫, ১৫:০৩

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

ঢাকা শহরের বিভিন্ন স্থানে হরহামেশা দেখা মেলে কাকের। অত্যন্ত বুদ্ধিমান এই পাখি সম্পর্কে গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে যা শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। যে কোনো রকম হুমকি বা বিরক্তির ঘটনা কাক ১৭ বছর পর্যন্ত মনে রাখতে পারে।

গবেষকরা জানিয়েছেন, কাকেরা হুমকিমূলক আচরণকে হয় ক্ষমা করতে অক্ষম, নয়তো তা করতে অনিচ্ছুক। বরং তারা তাদের বুদ্ধিমত্তার কারণে বিশেষ করে চমৎকার স্মৃতিশক্তি ব্যবহার করে তাদের প্রতি অন্যায়কারীদের খুঁজে বের করে এবং দীর্ঘসময় ধরে বিরক্ত করে। কিছু ক্ষেত্রে এটি এত দীর্ঘস্থায়ী হয় যে কিছু শহরের বাসিন্দারা ক্ষুব্ধ কাকের আক্রমণের ঘটনা লিপিবদ্ধ করতে শুরু করেছেন।

গবেষণার শুরুতে লেখকরা তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মুখের আদলে তৈরি একটি মুখোশ ব্যবহার করেছিলেন। যারা চেনির মুখোশ পরে কাকের কাছে গিয়েছিলেন কাক তাদের কোনো আক্রমণ করেনি। তাই তারা অনায়াসের তাদের খাবার দিয়েছিলেন। পরবর্তীতে একই মুখোশ পরে আবার কাকের সামনে গেলে কাক তাদের কোনো আক্রমণ বা আক্রমণাত্মক ডাকাডাকি করেনি।

সিয়াটলে আরেকটি পরীক্ষা চালানো হয়। সেখানকার শিক্ষার্থীরা এরকটি ভিন্ন মুখোশ পরে কাক ধরেছিলেন। এরপর স্বেচ্ছাসেবকদের মধ্যে একটি নিরপেক্ষ মুখোশ ও আগের মুখোশটি পরতে দেওয়া হয়। তবে স্বেচ্ছাসেবকরা জানতেনা কোন মুখোশটি পরা বিপজ্জনক।

বিল পচমার্সকি নামে এক স্বেচ্ছাসেবক সেই বিপজ্জনক মুখোশটি পরেছিলেন। সেসময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, “সেদিন কাকগুলো খুবই ডাকাডাকি করছিল। তারা একটানা চিৎকার করেই যাচ্ছিল। আর এটি স্পষ্ট ছিল যে তারা কোনো সাধারণ বিষয়ে বিরক্ত ছিল না। তারা আমার ওপরই ক্ষুব্ধ ছিল।”

# মির্জা সাইমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৯ সন্ধ্যা
এশা ০৭:৪৫ রাত

মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫