সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
বিচ্ছেদের বদলা নিতে কেউ প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ে। কেউ ঘনিষ্ঠ ছবি ভাইরাল করে দেন। আবার কেউ কেউ ঘনিষ্ঠ মহলে নিন্দা করে বেড়ান— এমন ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু কলকাতার নদীয়ার এক প্রেমিক এসব পথে হাঁটেননি। বরং প্রেমিকার অফিসের ঠিকানায় পাঠালেন ৩০০টি উপহার।
উপহারগুলো ধাপে ধাপে পাঠানো হয়। তাও আবার ক্যাশ অন ডেলিভারি করে। অর্থাৎ, প্রেমিকাকে টাকা দিয়ে সেই উপহার সংগ্রহ করতে হতো। প্রথম প্রথম বিষয়টি বুঝতে পারেননি তরুণী। মনে করছিলেন, কেউ মজা করছে। পরে সংখ্যাটা বাড়তে থাকায় বিরক্ত হয়ে যান প্রেমিকা।
ওই তরুণী ডেলিভারি বয়দের বারবার জানান, উপহার নিতে পারবেন না কারণ সেগুলো তিনি অর্ডারই করেননি। অনলাইন অর্ডার ফেরত দেওয়ার জন্য একাধিক অনলাইন শপিং সাইটে মেয়েটির অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। এরপরই ওই তরুণী হন পুলিশের দ্বারস্থ।
জানা যায়, সুমন শিকদার নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। কিন্তু গত নভেম্বরে সম্পর্ক ভেঙে যায়। কারণ, দামি উপহার চাওয়া। প্রেমিকের কাছে দামি উপহার চাইতেন ওই তরুণী। কিন্তু তা দিতে অক্ষম ছিলেন সুমন। তাই সম্পর্ক ভেঙে যায়। সেই বদলা নিতেই ব্রেক আপের পর প্রেমিকার ঠিকানায় উপহার পাঠাতেন। পরে নদিয়া থেকে যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)