মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১


জাদুঘরে ঘুরতে গিয়ে ৩৫০০ বছরের পুরোনো জার ভেঙে ফেলল বালক

রকমারি ডেস্ক

প্রকাশিত:২৮ আগষ্ট ২০২৪, ১৬:৪৬

ফাইল ছবি

ফাইল ছবি

বাবার সঙ্গে জাদুঘরে ঘুরতে গিয়েছিল চার বয়র বয়সী এক বালক। আর সেখানে গিয়ে দুর্ঘটনাক্রমে বিরল এক নিদর্শন ভেঙে ফেলল সে। ওই নিদর্শনটি হচ্ছে এমন একটি জার বা বয়াম যা সাড়ে ৩ হাজার বছরের পুরোনো।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইসরায়েলের হাইফার হেচট মিউজিয়ামে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক জাদুঘরে ঘুরতে গিয়ে ৩৫০০ বছরের পুরোনো একটি বয়াম দুর্ঘটনাক্রমে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে চার বছর বয়সী এক ছেলে।

হাইফার হেচট মিউজিয়াম বিবিসিকে বলেছে, ভেঙে যাওয়া ক্রোকারিজটি ব্রোঞ্জ যুগের খ্রিস্টপূর্ব ২২০০ থেকে ১৫০০ সালের মধ্যে তৈরি করা হয়েছিল এবং এটি ছিল বিরল এক প্রত্নবস্তু কারণ ভেঙে যাওয়ার আগপর্যন্ত এটি ছিল অক্ষত।

বিবিসি বলছে, কাঁচের নিরাপত্তাবেষ্টনী ছাড়াই জাদুঘরের প্রবেশদ্বারের কাছে ওই প্রত্নবস্তুটি প্রদর্শনের জন্য রাখা ছিল। কারণ জাদুঘর কর্তৃপক্ষের বিশ্বাস, কোনও ধরনের ‘বাধা ছাড়া’ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে দেখানোর মধ্যে ‘বিশেষ আকর্ষণ’ রয়েছে।

ছেলেটির বাবা অ্যালেক্স বলেছেন, তার ছেলে ওই জারটি সামান্য টেনেছিল। মূলত ওই জারের ‘ভেতরে কী রয়েছে তা নিয়ে কৌতূহলী ছিল’ সে এবং টান দেওয়ার কারণে সেটি পড়ে যায়।

অ্যালেক্স আরও বলেন, তিনি ভেঙে ফেলা বয়ামের পাশে তার ছেলেকে দেখে ‘চমকে গিয়েছিলেন’ এবং প্রথমে ভেবেছিলেন ‘আমার সন্তান এমনটি করেনি’। তবে ছেলেটিকে শান্ত করার পর তিনি নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলেন বলে অ্যালেক্স বিবিসিকে বলেছেন।

হেচট মিউজিয়াম বলেছে, কয়েকদিন আগে ঘটে যাওয়ার এই ঘটনাটি পর শিশুটিকে তার পরিবারের সাথে জাদুঘরের প্রদর্শনীতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

জাদুঘর থেকে লিহি লাসজলো বিবিসিকে বলেছেন, ‘এমন উদাহরণও রয়েছে যেখানে প্রদর্শনের জিনিসগুলোকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং এই ধরনের ঘটনায় পুলিশকে যুক্ত করাসহ অত্যন্ত কঠোরতার সাথে পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘তবে এই ক্ষেত্রে পরিস্থিতি তেমনটি ছিল না। জাদুঘরে ঘুরতে আসা ছোট একটি শিশুর হাতে দুর্ঘটনাক্রমে জারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রতিক্রিয়াও হবে সেই অনুযায়ী।’

বিবিসি বলছে, ভেঙে যাওয়া জারটি মেরামতের জন্য একজন বিশেষজ্ঞও নিযুক্ত করা হয়েছে এবং ‘অল্প সময়ের মধ্যেই’ এটি তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। ছেলেটির বাবা অ্যালেক্স বলেন, তারা জারটি মেরামত করতে দেখে ‘স্বস্তি বোধ করছে’।

তিনি আরও বলেছেন, ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে তারা ‘দুঃখিত’ এবং ‘একই ঘটনা আর ঘটবে না’।

ইসরায়েলের এই জাদুঘরটি বিবিসিকে বলেছে, ‘যখনই সম্ভব, আইটেমগুলো বাধা বা কাচের দেয়াল ছাড়াই প্রদর্শিত হয়ে থাকে’ এবং ‘বিরল ঘটনা সত্ত্বেও’ তারা এই ঐতিহ্যকে অব্যাহত রাখতে চায়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৫ ভোর
যোহর ১১:৫৭ দুপুর
আছর ০৪:২৫ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৮ রাত

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪