বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


এখনই রোহিত-শামিকে অস্ট্রেলিয়ায় যেতে বললেন গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৭ নভেম্বর ২০২৪, ১২:২৯

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরের ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি ভারতের। এবার তৃতীয় আসরে তাদের ফাইনালের টিকিট পেতে তাদের সমীকরণ বেশ জটিল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত-কোহলিদের ৪-০ ব্যবধানে জিততে হবে। এরই মাঝে সদ্যজাত সন্তানের বাবা হওয়ায় সিরিজের প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে সৌরভ গাঙ্গুলি চান এখনই রোহিত দলে যোগ দিক।

অন্যদিকে, ফিটনেস শতভাগ ঠিক মনে না হওয়ায় এই সিরিজের স্কোয়াডে নেই পেসার মোহাম্মদ শামি। যদিও তিনি ৩৫৯ দিন পর প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন। সেখানেই তার ফিটনেস দেখতে চেয়েছিল সবাই। যেখানে শামির এমন পারফরম্যান্সের পর সৌরভ এখনই তাকে স্কোয়াডে যুক্ত করে অস্ট্রেলিয়ায় পাঠাতে আহবান জানিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ থেকে ছুটি চেয়েছিলেন রোহিত। যে কারণে তার এই আবেদন সেই সুসংবাদ পেয়ে গেছেন ইতোমধ্যে, বাবা হয়েছেন দ্বিতীয় সন্তানের। যা আসন্ন টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় ফেলেছে ভারতকে। আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফি। এখনও সেই ম্যাচের আগে যথেষ্ট সময় থাকায় রোহিতকে দলের সঙ্গে যোগ দেওয়ার যুক্তি দেখিয়েছেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ।

ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট রেভস্পোর্টজকে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়) আশা করছি। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। গতকালই (শুক্রবার) তার স্ত্রী বাচ্চার জন্ম দিয়েছে, আমি তাই নিশ্চিত যে, সে (রোহিত) এখন যেতে পারে। যত দ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিৎ। তার জায়গায় আমি হলে এটাই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিৎ। ম্যাচ তো এখনও সপ্তাহখানেক দূরে। এটা বড় একটা সিরিজ। এবারের পর আর অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না তার। সে দারুণ এক অধিনায়ক। তার নেতৃত্ব দিয়ে শুরু করা উচিৎ ভারতের।’

কেবল তাই নয়, শামিকেও এখনই অস্ট্রেলিয়ায় থাকা ভারতের স্কোয়াডে যুক্ত করতে বললেন সাবেক এই বিসিসিআই প্রধান। গাঙ্গুলি বলেন, ‘আমি হলে তাকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম। তার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (বিশ ওভারের প্রতিযোগিতা) খেলার দরকার নেই। পার্থ টেস্টে খেলতে না পারলেও তাকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম আমি। সে বোলিং চালিয়ে যাচ্ছে, তার ফ্লাইটে (বিমানে) থাকা উচিৎ, আজও বোলিং করেছে সে। অস্ট্রেলিয়ার পথে পরবর্তী ফ্লাইটে থাকা উচিৎ তার।’

শামি বর্তমানে অজিদের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে নেই। তবে ভারতীয় দলের পেস বিভাগে অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের সঙ্গে রয়েছেন আকাশ দ্বীপ, প্রসিধ কৃষ্ণা ও হার্শিত রানা। এ ছাড়া মুকেশ কুমার, নভদ্বীপ সাইনি ও খলিল আহমেদরা আছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। এর আগে শামি ২০১৮-১৯ বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের জয়ের সিরিজে দারুণ ভূমিকা রেখেছিলেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০২৪