বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
মাঠে তো বটেই, সোশাল মিডিয়াতেও দাপুটে বিচরণ ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাস তিনেক আগেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ মহাতারকা। যেখানে অনুসারী ও দর্শকসংখ্যায় এরই মধ্যে ভাঙছেন একের পর এক রেকর্ড। তার ইউটিউব শোতে এরই মধ্যে হাজির হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দের মতো তারকা।
এবার নতুন অতিথি কে হবেন? খোদ রোনালদো জানালেন, ‘আমরা ইন্টারনেট ভেঙে (ঝড় তোলা) দিতে যাচ্ছি।’ ভক্তদের ধারণা তাহলে কি মেসি আসছেন? যদিও বিষয়টি এখনো গোপনীয় থাকছে।
রোনালদোর ইউটিউব চ্যানেলের নাম ইউআর ক্রিশ্চিয়ানো। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিজস্ব ভাবনাচিন্তা শেয়ার করেন সেখানে। ভক্তদের উন্মাদনারও শেষ নেই ‘ইউআর ক্রিশ্চিয়ানো’কে নিয়ে। এবার সেখানে আসতে পারেন এমন একজন, যাকে দেখে চমকে যাবে নেটদুনিয়া।
সম্প্রতি রিও ফার্দিনান্দের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন রোনালদো। ২ মিনিট ৩ সেকেন্ড ব্যাপ্তির সেই ভিডিওটির টাইটেলে লেখা ‘আমার নতুন অতিথি। খুবই গোপনীয়।’ এ সময় ফার্দিনান্দের সঙ্গে রোনালদোকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। যদিও শব্দ বন্ধ করা ভিডিওটির সাবটাইটেল পড়ে বুঝে নিতে হচ্ছিল দুজনের কথোপকথন।
একসময়ের সতীর্থকে রোনালদো বলছিলেন, ‘কিছু ভুলে গেলে নাকি?’ ফার্দিনান্দের জবাব, ‘তোমার পরের অতিথি কে, সেটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি।’ এরপর রোনালদো বলেন, ‘আমরা এখন রেকর্ড করছি।’ পাল্টা ফার্দিনান্দ জানতে চান, ‘এখানে কি সে আছে?’ হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দেন রোনালদো। এরপর অতিথির নাম জানতে চাওয়া হলে বলেননি সিআরসেভেন। আরও চাপাচাপি করলে রোনালদোর জবাব ‘আমরা ইন্টারনেট ভেঙে দিতে যাচ্ছি।’
স্বাভাবিকভাবেই জল্পনা, তাহলে কি মেসি আসতে চলেছেন রোনালদোর ইউটিউব চ্যানেলে? মন্তব্যের ঘরে অনেকে সেটি জানতে চেয়ে পাল্টা প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন। দুই মহারথীকে এক সঙ্গে দেখা গেলে সেটি সত্যি সত্যিই ইন্টারনেটে ঝড় তুলবে। এরই মধ্যে কল্পনাপ্রসূত দুজনের একসঙ্গের ছবিও শেয়ার করতে শুরু করেছেন অনেকে।
প্রজন্মের দুই সেরা তারকা মেসি-রোনালদোর দ্বৈরথ দীর্ঘ সময় ধরে ভক্ত-সমর্থকদের মাতিয়ে রেখেছেন। মাঠের লড়াইয়ে একে অপরকে যেমন টেক্কা দিয়েছেন, সমর্থকরাও কম যাননি। দুজনই এখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। ক্লাব ফুটবলে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, অন্যদিকে, সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)