বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লা-লিগার বছর শুরুর এই ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ছিল ভ্যালেন্সিয়া। ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধেই লিডের দেখা পেয়েছিল দলটি। এই ম্যাচেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে, এছাড়া পেনাল্টি মিস করেছেন জুড বেলিংহাম, তবে ঘটনাবহূল ম্যাচটিতে শেষ মুহূর্তে ২ গোল করে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ভ্যালেন্সিয়ার মাঠে এই ম্যাচে খেলতে নেমে রিয়াল পিছিয়ে পড়েছিল ম্যাচের প্রথমার্ধেই। ২৭ মিনিটে দুর্দান্ত এক গোলে স্বাগতিকদের এগিয়ে দেন উগো দুরো। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে লড়াইয়ে নামে রিয়াল। ৩৮ মিনিটে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন ফেদে ভালভার্দে, তবে তিনি জালের দেখা পাননি।
গোল করার লক্ষ্যে বিরতির আগে দারুণ শট নিয়েছিলেন ভিনিও। তবে ভ্যালেন্সিয়া গোলরক্ষক তা ফিরিয়ে দেন। এদিকে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর আক্রমণের মাত্রা বাড়ায় রিয়াল। ৫২ মিনিটে কিলিয়ান এমবাপে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন। পেনাল্টি পায় রিয়াল, তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন বেলিংহাম।
এদিকে ৫৮ মিনিটে জালের দেখা পেয়েছিলেন এমবাপে, তবে ফরাসি তারকা অফসাইডে থাকায় গোল বাতিল হয়। এদিকে ৭৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভিনিকে। ভালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে আঘাত করার লাল কার্ড দেখান রেফারি।
দশিজনের দলে পরিণত হওয়ার পরই সমতায় ফিরে রিয়াল। লুকা মদ্রিচের গোলে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে ৫ম মিনিটে সুযোগ পেয়ে বল জালে জড়ান বেলিংহাম । তার এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
# মির্জা সাইমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)