বুধবার, ৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। আসন্ন এ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল। আসন্ন নারী বিশ্বকাপে জায়গা করে নিতে ক্যারিবীয়দের বিপক্ষে এ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি।
২১ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে এবং সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে ২৪ জানুয়ারি। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।
এরপর ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজের দল। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।
# মির্জা সাইমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)