বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১


সুপার ওভারে ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৫ জানুয়ারী ২০২৫, ১৭:৪৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে ২ রানের জয় দিয়ে প্রস্তুতি শেষ করেছে আফিয়া আশিমা ইরার দল। আগের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও জয় তোলে টিম জুনিয়র টাইগ্রেস।

কুয়ালালামপুরের সেলাঙ্গর টার্ফ ক্লাব মাঠে বুধবার টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান তোলে ইংল্যান্ড। রানতাড়ায় নেমে শেষ বলে ১ রান নিতে গিয়ে ম্যাচ ড্র করে ফেলে বাংলাদেশ। শেষ ব্যাটার নিশিতা আক্তার রানআউটের শিকার হন।

এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে লাল-সবুজের জার্সিধারীরা তোলে ১১ রান। সেটি আর ছাড়িয়ে যেতে পারেননি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। পেসার হাবিবা আক্তারের শেষ বলে দরকার ছিল ৪ রান। সেই হিসেব মেলাতে পারেনি ইংলিশ দলটি।

১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:০৮ দুপুর
আছর ০৩:৫৭ বিকেল
মাগরিব ০৫:৩৬ সন্ধ্যা
এশা ০৬:৫৩ রাত

বুধবার ১৫ জানুয়ারী ২০২৫