বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১


ড্রেসিংরুমের ‘ভিলেন’ ধরেছেন গম্ভীর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৬ জানুয়ারী ২০২৫, ১১:১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার সিরিজটা যেন ভারতের টেস্ট দূর্গে সবশেষ আঘাত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর টিম ইন্ডিয়া উড়াল দিয়েছিল অস্ট্রেলিয়ায়। পার্থের প্রথম টেস্টে জয় পেলেও শেষ পর্যন্ত সিরিজের ফলাফল আসেনি ভারতের পক্ষে। আর তাতে শেষ হয়েছে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নটাও।

তবে সিরিজের হারটাই শেষ কথা নয়। মেলবোর্নে টেস্ট শেষে ভারতের ড্রেসিংরুমের কথা বেরিয়ে আসে গণমাধ্যমে। সেখানে ভারতের দলে কোচ গৌতম গম্ভীরের কড়া বার্তা দেয়ার কথাও চলে আসে। ড্রেসিংরুমে ফাটল ধরার গুঞ্জনও শোনা গিয়েছিল। যা নিয়ে সেসময় কম জলঘোলা হয়নি। এবারে দেশে ফিরে সেই ঘটনার ইস্যুতে বোর্ড কর্তাদের সঙ্গে কথাও বলেছেন কোচ গম্ভীর।

গৌতম গম্ভীরের আঙুল সরফরাজ খানের দিকে। অস্ট্রেলিয়ার সফর পর্যালোচনা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে অধিনায়ক, কোচ এবং নির্বাচকদের বৈঠকে সরফরাজ খানের প্রতি ড্রেসিংরুমের কথা বাইরে প্রকাশ করার অভিযোগ এনেছেন।

ভারতের নিউজ ২৪ সূত্রে উল্লেখ করেছে, সরফরাজ খানকে গণমাধ্যমে এই কথা ফাঁস করেছেন বলে অভিযোগ করেছেন গম্ভীর। ভারতীয় কোচ এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত বলেও মন্তব্য করেছে সেই গণমাধ্যম। তাদের ভাষ্য, ‘যতদিন গম্ভীর দায়িত্বে থাকবেন, এই ক্ষোভ সরফরাজের ক্যারিয়ারকে প্রভাবিত করতে পারে।’

সিরিজ চলাকালেই ‘দ্য অস্ট্রেলিয়ান’ এক রিপোর্টে দাবি করে, এক রিজার্ভ ব্যাটার অভিযোগ করেছেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। একই রিপোর্টে দাবি করা হয়, পার্থ টেস্টের জয়কে ‘টিম হিসেবে’ উদযাপন করা হয়নি; বরং খেলোয়াড়রা আলাদা আলাদাভাবে নিজেদের সময় কাটিয়েছেন।

মেলবোর্ন টেস্টের পর গণমাধ্যমে এসেছিল, মেলবোর্নে মাত্র ২০.৪ ওভারের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার হাতে ম্যাচ তুলে দিয়েছিল ভারত। যা নিয়ে ক্ষুব্ধ ছিলেন কোচ গম্ভীর। আবার ক্রিকেটারেরা খুশি নন রোহিতের নেতৃত্ব নিয়ে। সেই সময় অনেক সিনিয়র ক্রিকেটারই এগিয়ে আসেন ‘সব কিছু ঠিক করে দেওয়ার’ মনোভাব নিয়ে। যদিও তাদের আসল নজর নেতৃত্বের দিকে ছিল বলে উল্লেখ করেছিল ভারতীয় গণমাধ্যম।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:০৮ দুপুর
আছর ০৩:৫৭ বিকেল
মাগরিব ০৫:৩৬ সন্ধ্যা
এশা ০৬:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫