বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১


রোনালদোর নতুন চুক্তি, দিনে পাবেন ৬ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৬ জানুয়ারী ২০২৫, ১৬:২০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার মাধ্যমে ফুটবলে নতুন দিগন্তের দরজা খুলে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ এই তারকার পদাঙ্ক অনুসরণ করে এরপর আরও অনেক তারকাই নাম লিখিয়েছেন সৌদি লিগে। এদিকে সৌদি লিগের দল আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি শেষ হচ্ছে এ মৌসুমেই।

তবে আল নাসেরের সঙ্গে রোনালদো নতুন করে আবার চুক্তি করেছেন বলেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এমনকি মার্কা এই চুক্তিকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবেও আখ্যায়িত করেছে।

আল নাসেরের সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছেন রোনালদো। পর্তুগীজ মহাতারকাকে দলে রাখতে বড় অঙ্কের অর্থ প্রস্তাব করেছিল সৌদি ক্লাবট। রোনালদোও তাই প্রস্তাবটি ফিরিয়ে দেননি। শুধু তাই নয়, বড় অঙ্কের অর্থ ছাড়াও, চুক্তির অংশ হিসেবে রোনালদোকে ক্লাবের ৫ শতাংশ মালিকানাও দিয়েছে বলে জানিয়েছে মার্কা।

তা আল নাসেরের সঙ্গে রোনালদোর নতুন চুক্তিতে অর্থের পরিমাণ কতো তা জানতে আগ্রহী ভক্ত-সমর্থকরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী আল নাসেরের সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা পাবেন রোনালদো।

এক মৌসুমের নতুন চুক্তি থেকে রোনালদো পাবেন বছরে ১৮ কোটি ৩০ লাখ ইউরো, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২২৯৫ কোটি টাকা। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা পাবেন তিনি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:০৮ দুপুর
আছর ০৩:৫৭ বিকেল
মাগরিব ০৫:৩৬ সন্ধ্যা
এশা ০৬:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫