রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে নিয়মিত মুখ ছিলেন ডেভিড মালান। হয়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হলেও নিয়মিত বিপিএল খেলতে দেখা যায় মালানকে। চলমান আসরেও খেলছেন ফরচুন বরিশালের হয়ে। আর ক্যারিয়ারের সায়াহ্নে এসে মালানের কৃতজ্ঞতা বাংলাদেশের প্রতি।
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে নিজের ক্রিকেট ক্যারিয়ারের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন মালান, ‘ক্রিকেটীয় পয়েন্ট অব ভিউ থেকে বাংলাদেশ সবসময়ই দারুণ একটা জায়গা। কয়েক বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি। ১১-১২ বছর হয়ে গেছে হয়ত। একইসাথে পাকিস্তান সুপার লিগ খেলে আমার খেলায় উন্নতি করতে সহায়তা করেছে। এসব জায়গার কন্ডিশন কঠিন। বিপিএল, ডিপিএল, বাংলাদেশের ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ। ভিন্ন কন্ডিশনে খেলে দ্রুত এবং সহজে উন্নতি করা যায়।’
এবারের বিপিএলে আগেই খেলতে না আসার হতাশাও ফুটলো মালানের কণ্ঠে, ‘বিপিএল খুব ভালো হচ্ছে। আগের ম্যাচগুলো খেলতে না পেরে হতাশ কারণ সিলেটের উইকেট খুবই ভালো ছিল। চট্টগ্রামের উইকেট বিশ্বের অন্যতম সেরা উইকেট। বাংলাদেশে আসলে চ্যালেঞ্জটা হলো আমরা আমাদের অভ্যস্ত উইকেট পাই না। তবে এবার বাকি দুই ভেন্যুও ভালো ছিল।’
বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই এমন পিচের দরকার বলে জানান বিশ্বকাপজয়ী এই তারকা, ‘আশা করি এটা ধরে রাখা হবে। এতে বাংলাদেশের খেলোয়াড়দেরই উন্নতি হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সেরাটা খেলতে হলে ভালো উইকেটে খেলতে হবে। খেলোয়াড়দের অ্যাটাকিং পাওয়ার তৈরি হবে, রান তাড়ার মানসিকতা তৈরি হবে, চাপ সামলাতে পারবে… তাই ভালো উইকেট যত হবে, তত উন্নতি হবে।’
নিজ দলের খেলোয়াড়দের মাঝে রিশাদ হোসেনকে নিয়েই এই ইংলিশ ব্যাটারের উচ্ছ্বাস বেশি, ‘রিশাদ ফ্যান্টাস্টিক। তাকে দেখে বাংলাদেশের অনেকে লেগ স্পিনে অনুপ্রাণিত হবে। সব আন্তর্জাতিক দলেই এখন লেগ স্পিনার আছে যাদের খেলা অনেক কঠিন। রিশাদকে যত বেশি সম্ভব খেলাতে হবে, যত বেশি খেলবে তত সমৃদ্ধ ও পরিণত হবে। যেমন বললাম বাংলাদেশ ও পাকিস্তানে খেলে আমার খেলা সমৃদ্ধ হয়েছে। তাকে যত বশি সম্ভব লিগ খেলতে দিতে হবে, তাতে স্কিল বাড়বে, খেলায় উন্নতি হবে।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)