মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২


শেষ সময়ে মুশফিককে দলে ভেড়াল খুলনা টাইগার্স

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৯ জানুয়ারী ২০২৫, ১৫:২১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চলমান বিপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই খুলনা টাইগার্স। এই মুহূর্তে ১০ ম্যাচ খেলে ৪টি ম্যাচে জয়লাভ করেছে দক্ষিণ অঞ্চলের এই দলটি। গ্রুপ পর্বে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে খুলনা দলের। স্বপ্নটা এখনো শেষ হয়নি তাদের। আর সেটা টিকিয়ে রাখতেই কি না শেষ সময়ে দলে টেনেছে নতুন এক পেসারকে।

আর দুই ম্যাচ বাকি থাকতে খুলনা দলে বাংলাদেশি পেসার মুশফিক হাসানকে যুক্ত করলো তারা। আজ বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন মুশফিক। খুলনার টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনজুরির কারণে চলমান আসরের ড্রাফটে ছিলেন না মুশফিক। পরে ইনজুরি থেকে এখন পুরোপুরি ফিট হয়েছেন। এরপরেই তিনি ডাক পেলেন খুলনা দলে।

চলতি আসরে খুলনা টাইগার্সের বাকি আছে আর দুই ম্যাচ। বর্তমানে টেবিলের ৫ম স্থানে থাকা দলটির পরের দুই ম্যাচ রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস। সেই দুই ম্যাচে জয় পেলে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫০ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬:৪০ সন্ধ্যা
এশা ০৭:৫৯ রাত

মঙ্গলবার ২০ মে ২০২৫