মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১


রংপুরকে হতাশ করলেন তিন বিদেশি সাইনিং

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:২১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গতকাল বিকেলে ছিলেন দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে। আজ সকালেই চলে এসেছেন ঢাকায়। বিপিএলে রংপুর রাইডার্সের তিন বিদেশির মাঝে আন্দ্রে রাসেলের অবস্থা ছিল এমনই। একই লিগ থেকে উড়ে এসেছিলেন টিম ডেভিড এবং জেমস ভিন্সও। তিনজনেই ক্রিকেট বিশ্বের নামী মুখ, তাদের ঘিরে প্রত্যাশাও ছিল ব্যাপক।

কিন্তু ফ্র্যাঞ্চাইজ লিগের বদৌলতে ক্রিকেট আর ক্রিকেটারদের ব্যস্ততা বেড়েছে সত্য, তবে ভ্রমণ ক্লান্তি আর কন্ডিশনিং ব্যাপারটাও সত্য। সকালে নেমেই মাঠে নামতে হয়েছে তিনজনকেই। আর সেটার ফলাফল একেবারেই চোখের সামনে দেখেছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। রংপুরের তিন বিদেশি সাইনিংয়ের ব্যাট থেকে এসেছে ১২ রান।

জেমস ভিন্সের জন্য দিনটা একটু বেশিই মন্দ। ভুল কল দিয়ে সৌম্যকে নন স্ট্রাইক এন্ডে রানআউট হতে বাধ্য করেছেন একপ্রকার। এরপর নাসুম আহমেদের সাদামাটা এক বলে হয়েছেন কট এন বোল্ড। ৭ বলে করেছেন ১ রান। তবে সৌম্যর রানআউট আর তার নিজের আউটের সুবাদে উইকেট পতনের এক বন্যা শুরু করেছিলেন তিনি।

টিম ডেভিড এমন এক শট খেলেছেন, যা তার স্বভাবসুলভ নয় মোটেই। কিছুটা এগিয়ে এসে ফ্রন্টফুটে খেলতে চাইলেন নাসুমের বলটা। সেটা ব্যাটে যেমন সংযোগ ঠিকঠাক হয়নি, তেমনি চিরায়ত শক্তিটাও দেখা গেল না। ৯ বলে ৭ রান তার। ছিল একটা চারের মার।

আন্দ্রে রাসেল ছিলেন শেষ ভরসা। তার আউটটাও নিশ্চিতভাবে পোড়াবে রংপুর রাইডার্স ভক্তদের। সাধারণ এক অফস্পিনে বলের লাইন মিস করেছেন ক্যারিবিয়ান এই তারকা। ৪ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে।

প্লে-অফের আগে উড়িয়ে আনা আন্দ্রে রাসেল, টিম ডেভিডরা ব্যাট হাতে কিছু করতে পারেননি। খুলনার বোলিং লাইনআপের কাছে রংপুরের ইনিংস থেমেছে মাত্র ৮৫ রানে। ক্লান্তি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া কিংবা টি-টোয়েন্টির বাণিজ্য ছাপিয়ে রংপুরের ব্যাটারদের ব্যর্থতাটাই সবচেয়ে বড় হতাশার চিত্র।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১৮ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১৫ বিকেল
মাগরিব ০৫:৫৪ সন্ধ্যা
এশা ০৭:০৮ রাত

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫