সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১


টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিপিএলের ১১তম আসর স্বপ্নের মতোই শুরু করেছিল রংপুর টাইগার্স। টানা ৮ ম্যাচ জয়ের মধ্য দিয়েই প্লে অফ নিশ্চিত করেছিল দলটি। এমন শুরুর পরও বিদায় নিতে হলো রংপুরকে। গ্রুপ পর্বের শেষ ৪ ম্যাচের চারটিতেই খুব বাজে ভাবে হেরেছে রংপুর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে রংপুর। এই ম্যাচে নামার আগে স্কোয়াডেও শক্তি বাড়িয়েছিল রংপুর। দলে যোগ দিয়েছিলেন আন্দ্রে রাসেলও। তবে খুলনার স্পিনারদের সামনে দাঁড়াতেই পারলেন না কেউ।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায় রংপুর। দলীয় ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। খুলনার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন অধিনায়ক মিরাজ ও নাসুম আহমেদ।

অপরদিকে রংপুরের দেওয়া ৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স খুব সহজেই জয় তুলে নেয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২০ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১০ বিকেল
মাগরিব ০৫:৪৯ সন্ধ্যা
এশা ০৭:০৪ রাত

সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২৫