মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান লড়াই মানেই টানটান উত্তেজনা। রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই দ্বিপাক্ষিক সিরিজে খেলতে দেখা যায় না দুই দলকে। বিরাট কোহলি-বাবর আজমদের লড়াই দেখতে রীতিমত হুমড়ি খেয়ে পড়ে সমর্থকরা। আইসিসির বড় ইভেন্ট থাকলে এর আগ্রহ থাকে তুঙ্গে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার অন্যথা হচ্ছে না।
নানা ঘটনা শেষে এ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের আপত্তিতে তা হবে হাইব্রিড মডেলে। যার জন্য পাকিস্তানের মাটিতে কোনও ম্যাচ খেলবে না রোহিত-কোহলিরা। ভারতের সব ম্যাচই হবে দুবাইয়ে। এমন রোহিতরা সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠলেও দুবাইয়ে হবে তাদের ম্যাচ।
এদিকে এই টুর্নামেন্টের ভারত-পাকিস্তান একই গ্রুপে। তাই দুই দেশের মাঠের লড়াই দেখতে ক্রিকেট প্রেমীদের আগ্রহের কমত্তি নেই। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপের ভারত-পাকিস্তানের লড়াই।
গতকাল সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার একঘন্টার মধ্যে তা শেষ হয়ে যায়। রেকর্ড সময়ে টিকিট নিঃশেষিত হওয়ার ঘটনাই প্রমাণ করছে, ভারত-পাকিস্তান মহারণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কোন পর্যায়ে পৌঁছেছে। জানা যায়, অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অলনাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাঁদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়।
ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৮ দলের টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)