মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১


মেসি-পেলে-মারাদোনা ঠিকঠাক, কিন্তু আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:২৬

ফাইল ছবি

ফাইল ছবি

কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো–এই এক প্রশ্নে বিভক্ত ফুটবল দুনিয়া। এই বিতর্কে কেউ মেসিকে এগিয়ে রাখেন তো কেউ আবার রোনালদোর পায়ের জাদুতে মোহিত। আপাতদৃষ্টিতে এই বিতর্কের কোনো শেষ নেই বলেই প্রতীয়মান হচ্ছিল। কিন্তু রোনালদো অতশত বোঝেন না। পরিসংখ্যান কেন্দ্রিক এক প্রশ্নেই এই বিতর্কের নিষ্পত্তি করেছেন তিনি!

সম্প্রতি এল চিরিনগিতো টিভিকে দেওয়া সাক্ষাৎকার অনেক বিষয় নিয়ে কথা বলেছেন রোনালদো। এর এক পর্যায়ে ওঠে, সমসাময়িক ফুটবলারদের মধ্যে ‘কে সেরা’ প্রসঙ্গ। উত্তরে পরিসংখ্যানে চোখ রাখার পরামর্শ দিয়ে রোনালদো বলেন, ‘ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার কে? বিষয়টা সংখ্যার। কথা শেষ।’

‘ইতিহাসের কোন ফুটবলার হেড করে, বাঁ পা দিয়ে, পেনাল্টি থেকে, ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করেছে? আরেক দিন এটা দেখছিলাম এবং বাঁ পায়ের খেলোয়াড় না হয়েও, আমি ইতিহাসে বাঁ পায়ে বেশি গোল করাদের তালিকায় সেরা দশে আছি। একই সঙ্গে হেড করে, আমার ডান পায়ে এবং পেনাল্টি থেকেও, সবক্ষেত্রে’-যোগ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

সমসাময়িক ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো-ই। জাতীয় দল, ক্লাব ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ৯২৩ বার জাল কাঁপিয়েছেন তিনি। আর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসির গোলসংখ্যা ৮৪৯।

মেসি, পেলে, মারাদোনাদের শ্রদ্ধা করেন রোনালদো। তবে সর্বকালের সেরার প্রশ্নে নিজেকেই সবার চেয়ে এগিয়ে রাখছেন রোনালদো, ‘একটা বিষয় হলো পছন্দের-আপনি মেসি, পেলে, মারাদোনাকে পছন্দ করতে পারেন এবং এই ব্যাপারটাকে আমি সম্মান করি, কিন্তু… আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার চেয়ে ভালো কাউকে দেখি নাই আমি এবং এটা আমি মন থেকেই বলছি।’

‘আমি সংখ্যার বিষয়ে কথা বলছি। আমার মনে হয়, বর্তমানে আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার মতে, এটা আমিই। ফুটবলে আমি সবকিছুই ভালোভাবে করি, আমার মাথা দিয়ে, ফ্রি কিকে, বাঁ পায়ে। আমি ক্ষীপ্র, আমি শক্তিশালী’- বলেন ৩৯ বছর বয়সি রোনালদো।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২০ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১০ বিকেল
মাগরিব ০৫:৪৯ সন্ধ্যা
এশা ০৭:০৪ রাত

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫