শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের এক নক্ষত্র ছিলেন শন মার্শ। পাশাপাশি তিনি ছিলেন দলের এক বিশ্বাসযোগ্য ক্রিকেটার। ব্যাট হাতে তিনি খেলেছেন বেশকিছু মনে রাখার মতো ইনিংস। তবে এবার ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। মেলবোর্ন স্টার্সদের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলে অ্যারন ফিঞ্চের পর এবার অবসর ঘোষণা করলেন মার্শ। নিজের শেষ ম্যাচেও খেলেন ম্যাচ উইনিং ইনিংস। ৪৯ বলে করেন ৬৪ রান।
নিজের অবসর প্রসঙ্গে মার্শ জানিয়েছেন যে রেনেগেডসদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে তিনি ভালো সময় কাটিয়েছেন। এখানেই শেষ নয় তিনি আরও জানিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বেশকিছু নতুন বন্ধুও বানিয়েছেন যারা এখন তাঁর সবকিছু হয়ে গিয়েছে।
তিনি বলেন, 'আমি রেনাগেডসদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলাম। ওদের হয়ে খেলাটা বেশ উপভোগ করেছি। এছাড়াও গত পাঁচ বছরে অনেক নতুন ক্রিকেটারের সঙ্গে আমার দেখা হয়েছে এবং এরা সকলেই আমার চিরজীবনের জন্য ভালো বন্ধু হয়ে থাকবে। ওরা সকলেই অসাধারণ সতীর্থ আমার। এছাড়াও আমাদের সকল সদস্য ও ফ্যানেরা ও খুব ভালো এবং আমি ওদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই আমাকে লাগাতার সমর্থনের জন্য।'
'আমি ওদের এখন একটাই কথা বলব যে চিরকাল এই দলকে সমর্থন করে যান এবং ওদের মধ্যে ক্ষমতা রয়েছে মেলবোর্ন রেনাগেডসকে শীর্ষে নিয়ে যাওয়ার। এখানে কোচ থেকে শুরু করে বাকি স্টাফেরা সকলেই আমায় লাগাতার মানসিক শক্তি জোগাতো এবং সেই কারণেই মাঠে আমি চাপমুক্ত থাকতাম।'
তিনি আরও বলেন, 'আমার দীর্ঘদিনের ক্রিকেট জীবনে আমি পার্থ স্করচার্সকেও ধন্যবাদ জানাতে চাই। ওদের সঙ্গে খেলাটাও আমি বেশ উপভোগ করতাম এবং অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ওই দলের সঙ্গে। তার মধ্যে আমার কাছে সবচেয়ে সেরা হল পরপর দুবার খেতাব জেতা। একজন ক্রিকেটার হয়ে এরম দৃশ্যের সাক্ষী হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। ওই মুহূর্তটি আমার আজও মনে আছে এবং সত্যি বলতে গেলে এগুলি আমি কোনও দিনই ভুলতে পারব না। আমার চিরকাল মনে থাকবে এটা।'
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)