বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
ছবি সংগৃহীত
গত জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল বাংলাদেশ দল। আর ঘোষিত দলে সুযোগ পাননি উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দল ঘোষণার মাস খানেক পার হয়ে হলেও এতদিন কোনো কথা বলেননি প্রধান কোচ ফিল সিমন্স। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ (সোমবার) অনুশীলনের ফাঁকে মুখোমুখি হন গণমাধ্যমের।
লিটন দাসের না থাকা নিয়ে মিরপুরে সিমন্স বলেন, 'মজার ব্যাপার হলো, আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে।'
'তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে।'
এদিকে সাকিব আল হাসান বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞায় পড়েছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তারও। যদি অ্যকাশন ঠিক থাকতো তাহলে দলে থাকতেন কি না এমন প্রশ্ন করা হয় সিমন্সকে। জবাবে টাইগার এই কোচ জানালেন, এটা তিনি বলতে পারবেন না।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)